BRAKING NEWS

ধর্মনগরে জেলা শাসকের অফিস ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ধর্মনগর জেলাশাসক অফিসের ভবন নির্মাণ এবং গোল্ডেন ভ্যালি সুকল ভবন নির্মাণে নিম্নমানের রড ব্যবহার করার গুরুত্বর অভিযোগ উঠেছে৷  ধর্মনগরের বটরসি এলাকায়   প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে জেলা শাসকের অফিসের জন্য যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে তাতে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে৷ ভবন নির্মাণে যে রড ব্যবহার করা হচ্ছে তাতে  নিন্ম মনের রড লাগানো হচ্ছে৷  জানা যায়, সরকারী বড় বড় ভবন নির্মাণে যে রড ব্যবহারের করার কথা  সেই ধরনের রড ব্যবহার করা হচ্ছে না জেলাশাসকের অফিস নির্মাণের ক্ষেত্রে৷  পাশেই রয়েছে ধর্মনগরের গোল্ডেন ভ্যালী সুকল৷৷নতুন ভবন নির্মাণ করা হচ্ছে৷৷সেই বিল্ডিং নির্মাণেও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ৷ জানা যায় এই ভবন নির্মাণের কাজ পান আগরতলার সঞ্জিব রায় নামে এক ঠিকাদার৷ তিনি আগরতলা ও ধর্মনগরের দুইজন সাব ঠিকাদারকে এই কাজ সমজে দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ করাচ্ছেন৷ বর্তমানে তাদের তত্ত্বাবধানে এই কাজ চলছে৷ তারা হলেন আগরতলার সুমন দত্ত ও ধর্মনগরের মাতাব উদ্দিন৷ অভিযোগ মাতাব উদ্দিনের একটি রডের দোকান রয়েছে বটরসী এলাকায়৷   সেখান থেকে এই  নিম্নমানের রড এনে ভবন নির্মাণ করা হচ্ছে৷ দাবি উঠছে এই ভবন নির্মাণে কোন প্রকার ঘোটালা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে  জনসাধারণের৷ দাবি উঠছে এই ভবন নির্মাণের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা খতিয়ে দেখা হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *