BRAKING NEWS

জ্বালানি তেলের অপচয় রোধে আগরতলায় সচেতনতামূলর কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জ্বালানি তেলের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শনিবার আগরতলা শহরের উত্তর গেইটে ট্রাফিক পয়েন্ট সংলগ্ণ এলাকায় এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ ত্রিপুরা স্টেট পলিউশন কন্েন্টাল বোর্ড এবং ন্যাশনাল ইউথ প্রোজেক্টের যৌথ উদ্যোগে আগরতলা উত্তর গেট ট্রাফিক সিগন্যালের সামনে এক সচেতনা মূলক কর্মসূচি পালন করা হয়৷  এই সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করা হয় ভবিষ্যৎ প্রজন্মকে বাচাতে তেল বাঁচানোর  জন্য সকলকে সচেতন হওয়ার জন্য৷ ন্যাশনাল ইউথ প্রজেক্ট এর রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা এই দিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে বলেন ট্রাফিক সিগনালে কিংবা রেলওয়ে সিগনালে দ্বিচক্র জান ও যানবাহন আটকে গেলে সেখানে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার জন্য৷ অন্তত এক মিনিটের জন্য ইঞ্জিন বন্ধ করে রাখা ফলে সারা দেশে প্রচুর পরিমাণ জ্বালানি তেল সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেন৷ জ্বালানি তেলের    ভান্ডার সীমিত৷ এখন থেকেই সকলে সচেতন না হলে ভবিষ্যতে এর মাশুল গুনতে হবে বলেও তিনি উল্লেখ করেন৷এনএসএসের ছাত্রছাত্রীরাও এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *