নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ পাইকারি বাজার ও খুচরো বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের লেক চৌমুহনী ও দুর্গা চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়৷ প্রতি বছরই বর্ষা মরশুমে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অত্যধিক মূল্য বৃদ্ধি ঘটে থাকে৷ একাংশের অতি মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটিয়ে থাকে৷ জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পকেট কাটার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালায় একাংশের মজুদদাররা৷ তাতে সংকটে পড়েন সাধারণ মানুষ৷ খেটে খাওয়া শ্রমিক দিন- মজুর অংশের মানুষ তাতে অসহায় হয়ে পড়েন৷ প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তেমন কোন সাফল্য পায় না বললেই চলে৷ অবশ্য এবছর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই সুশান্ত চৌধুরী বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন৷ প্রতিটি মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে নজরদারি বজায় রাখার ব্যবস্থা করতে৷ সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের লেক চৌমুহনী ও দুর্গা চৌমুহনী বাজারে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন দোকানপাটে তল্লাশি চালানো হয়৷ সদরের ডিসিএম প্রদীপ ভৌমিকের নেতৃত্বে অভিযান চলাকালে ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ কৃত্রিম সংকট ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে৷