BRAKING NEWS

পূর্ব হুরুয়া পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷  পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের  মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলে তাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত শুরু হয়েছে বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷  উত্তর জেলার কালাছড়া ব্লকের অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ তুলেছেন  একই পঞ্চায়েতের সদস্য রজল সিনহা৷   তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ একই গ্রামের সহজ সরল মহিলারা প্রধান বেলা রাণী ঘোষের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে সুর ছড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন৷ তারা  পাল্টা পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রজল সিনহা এবং উপ প্রধান সুজিত চন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন৷ মহিলারা অভিযোগ করেন, প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রধানকে কালিমালিপ্ত করা হচ্ছে৷ এছাড়া একজন নির্বাচিত মহিলাকে গুণ্ডি আখ্যা দিয়ে নারী জাতিকে অপমান করছেন রজল সিনহা৷ তাদের অভিযোগ, উপ প্রধান সুজিত চন্দের দরুন গ্রামের মহিলারা সুরক্ষিত নয়৷ রাতের আধারে বহু বাড়িতে জোর পূর্বক ঢকে  উপ প্রধান সুজিত চন্দ৷ তার বহু প্রমাণ রয়েছে৷ এছাড়া এই পঞ্চায়েত থেকে বিদ্যুতের খুঁটি সহ বিদ্যুৎ সংযোগ ও সরকারী আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হচ্ছে কুড়ি হাজার টাকা বলে অভিযোগ করেন তারা৷ মহিলারা জানিয়েছেন, প্রধানকে পঞ্চায়েত থেকে বের করে নিজের মর্জি মাফিক পঞ্চায়েত চালানোর জন্য এই ফন্দি করেছে রজল সিনহা৷ তারা বলেন ,এই গ্রামের মানুষ বিজেপি দলকে ভালোবাসে৷ কিন্তু রজল সিনহা ও তার সাঙ্গপাঙ্গের কারণে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ নারী লোভী উপ প্রধানকে সঙ্গে নিয়ে এবার মাঠে নেমেছে রজল৷ প্রধানের বিরুদ্ধে অপ্রচার করছে৷  গ্রামের প্রধান বেলা রাণী ঘোষ নিদর্োষ৷তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আগেও ছিলেন না ,এখনো নেই৷ এদিন গ্রামের মহিলারা একযোগে পঞ্চায়েত সদস্য রজল সিনহা ও উপ প্রধান সুজিত চন্দের বিরুদ্ধে  মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলে এক রাশ ক্ষোভ উগড়ে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *