BRAKING NEWS

নির্জলা একাদশীতে ভক্তদের পবিত্র গঙ্গা স্নান

হরিদ্বার, ৩১ মে (হি.স.) : নির্জলা একাদশী স্নান উৎসবে দেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা লক্ষাধিক ভক্ত বুধবার তীর্থনগরীর গঙ্গা ঘাটে গঙ্গায় পবিত্র স্নান করেন। এদিন গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করেন ভক্তরা। গঙ্গা স্নানের পর ভক্তরা ভগবানের দর্শন ও দান ইত্যাদি করেন।

নির্জলা একাদশীতে স্নান করতে সকাল থেকেই ঘাটে ভিড় জমাতে শুরু করেছে। স্নান উৎসবে ভিড়ের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজও স্নান উৎসব উপলক্ষে তীর্থ নগরীতে ছিল ব্যাপক ভিড়।

প্রসঙ্গত, গঙ্গা দশেরার স্নানের মতো নির্জলা একাদশীতেও গঙ্গাস্নান গুরুত্বপূর্ণ। এই দিনে স্নানের পরে পাখা, শরবত, ফল এবং তাপ সুরক্ষা সামগ্রী দান করাও গুরুত্বপূর্ণ। এ কারণে আজ বিভিন্ন জায়গাতে শরবত বিতরণ করা হয়। স্নানের পর পাখা, শরবত, ফলমূল, দক্ষিণা, কাপড় ইত্যাদি দান করেন। আজও জনসমাগম দেখে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *