BRAKING NEWS

বিশ্ব তামাক দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ আই এল এস সি বি সি সি ক্যান্সার হসপিটাল  ইউনিট এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যৌথ উদ্যোগে বুধবার রাজ্য বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক সংঘটিত করা হয়৷  ৩১ মে বিশ্ব তামাক বিরোধী দিবস৷ গোটা বিশ্বেই দিবসটি সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে৷ বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের দেশেও  দিবসটি সচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে৷ উপলক্ষে আই এল এস সি বি সি সি ক্যানসার হসপিটাল ইউনিট এবং ভলানটারী হেল্প অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে বুধবার আগরতলায় বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়৷এ উপলক্ষে  আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷
র্যালিতে সুকল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে৷ সচেতনতা মূলক রেলিটি শহরের বিভিন্ন পদ অতিক্রম করে ও পর্যন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়৷ রেডিতে অংশ নিয়ে আইএলএস সিবিসিসি ক্যান্সার ইউনিটের বিশিষ্ট চিকিৎসক তামাক সেবনে ক্যান্সারের ঝুঁকি  সংক্রান্ত বিষয় তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন৷ তিনি জানান দেশের ২৯ শতাংশ মানুষ তামাক সেবন করে চলেছেন৷ তামাক সে মনের ফলে বহু মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছেন৷ সে কারণেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
রেলিতে অংশগ্রহণ করে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন আমাদের দেশের একটা বিশাল পরিমাণ জমিতে তামাক চাষ হচ্ছে৷ তামাক ক্যান্সারের অন্যতম কারণ৷ তামাক চাষের বদলে যদি খাদ্য সামগ্রী চাষ করা যায় তাহলে দেশের এবং বিশ্বের মানুষ খাদ্য সংকট থেকে অনায়াসে মুক্তি পেতে পারে৷ তামাকের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার প্রতি তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ রেলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের রাজ্য প্রধান ডঃ শ্রীলেখা রায়৷
 মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে  বিশ্ব তামাক বিরোধী দিবসে  আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনাল অফিসে এক সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়৷বিশ্ব তামাক বিরোধী দিবসে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনাল অফিসে পুর নিগমের সাফাই কর্মীসহ অন্যান্যদের নিয়ে বুধবার মা ঊষা চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ এবছরের বিরোধী দিবসের থিম হল আমাদের খাদ্য দরকার, তামাক নয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপর্োরেটর তথা সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক , সুশান্ত রায় সহ অন্যান্যরা৷ মিউনিসিপ্যাল অফিস সাউথ জোন, অরুন্ধুতিনগরে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক সভা৷ তামাক বিরতি দিবসে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুশান্ত রায় দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন৷ তিনি বলেন তামাক সেবনের ফলে ক্যান্সার সহ অন্যান্য ভয়াবহ রোগ সৃষ্টি হয়৷ তাতে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হন৷ জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে তামাক বিরোধী স্লোগান সামনে এনে সকল স্তরের জনগণকে সচেতন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *