BRAKING NEWS

তেলিয়ামুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷  তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দূর্নীতির অভিযোগ  উঠেছে৷প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের একটি করে ডিম প্রদানের কথা থাকলেও সপ্তাহে প্রতিদিন ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাদ্যসামগ্রী নিয়ে দূর্নীতির অভিযোগ করল অভিভাবকরা৷ঘটনার বিবরণে জানা যায়,৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের বিরুদ্ধে গত দীর্ঘদিন ধরে বাচ্চাদের খাবার না দেওয়া এবং বাচ্চাদের জন্য বরাদ্দকৃত ডিম পরিমাণে কম দেওয়ার ভিযোগ করল অভিভাবকরা৷ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত ৬নং ওয়ার্ড এর শান্তিনগর এলাকায়৷এছাড়াও  জানা যায়  অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম প্রদান নিয়ে ঘোটালা চরম আকার ধারন করেছে৷ ডিম সহ খিচুড়ির বিভিন্ন সামগ্রী প্রদানের ক্ষেত্রে বেআইনি পন্থা অবলম্বন করে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকারা৷তাই এলাকাবাসীরা  অভিযোগ জানান ৬নং ওয়ার্ডের কাউন্সিলার বাবলী মজুমদার রায়ের নিকট৷ এই অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এলকার কয়েকজনকে নিয়ে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শনে যান ৬নং ওয়ার্ডের কাউন্সিলার বাবলী মজুমদার রায়৷  তিনি পরিদর্শন শেষে এলাকাবাসীদের আশ্বাস দেন যে এই বিষয়টি সমাধানে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *