BRAKING NEWS

নিয়োগ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ মে (হি. স.) : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যে বড়সড় নিয়োগ-ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।

এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। ‘দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর’ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী এক-দু’মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরে রাজ্য ও রাজ্য-রাজনীতি সরগরম। এর মাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ বড় চমক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একঝলকে মুখ্যমন্ত্রীর নিয়োগ ঘোষণা-

* মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ।

* ৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ।

* বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মসংস্থান।

* ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগ।

* গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

* গ্রুপ ডি-তে ৩ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

* ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা।

* কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগ।

* পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগ।

* আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *