নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে কেন্দ্রশাসিত অঞ্চলে পবিত্র ক্ষীর ভবানী মেলা সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
সোমবার শাহ টুইট করেছেন, কাশ্মীরে জ্যৈষ্ঠ অষ্টমীতে অনুষ্ঠিত ক্ষীর ভবানী মেলা কাশ্মীরি পন্ডিত ভাই ও বোনদের আধ্যাত্মিক জীবনে একটি পবিত্র স্থান ধারণ করে। এ বছর মেলায় ২৫ হাজারেরও বেশি ভক্ত অংশগ্রহণ করেন। ক্ষীর ভবানী মেলার সফল আয়োজনের জন্য তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “মা ক্ষীর ভবানীর আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকুক।”
প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীর শুভ উপলক্ষে কাশ্মীরি পণ্ডিতরা মাতা রাগন্য দেবী মন্দিরে দর্শনের জন্য যান। এটি ক্ষীর ভবানী মন্দির নামেও পরিচিত। এই বছর ক্ষীর ভবানী মেলা কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি কাশ্মীর উপত্যকার স্থানীয় জনগণের দ্বারা অত্যন্ত উত্সাহের সাথে পালিত হয়েছে।