ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। স্কুল পড়ুয়া আরও একজন খেলোয়াড় ঝরে গেলো আজ। একেবারে না ফেরার দেশে। জীবনে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতো। অনূর্ধ্ব ১৫ অনেক ফুটবল আসরে সাডেন ডেথে প্রতিপক্ষকে একাধিকবার হারালেও সেই সাডেন ডেথে আজ নিজেই হেরে গেল স্পোর্টস স্কুলের অনেকেরই প্রিয় ছাত্র তথা ফুটবলার খাসরাঙ জমাতিয়া।
পিতা গিরেন্দ্র মোহন জমাতিয়া, কৃষক। জোয়িংবাড়ী, কিল্লা থেকে ২০২২ সালে ৮ম শ্রেণীতে ভর্তি হয় বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে। এখন ৯ম শ্রেণীর ছাত্র ছিল। বাড়ির তার মা, এক দিদি রয়েছে কলেজে পরে। সে খুব ভালোই ফুটবল খেলত, সুশান্ত দেববর্মার ছাত্র। বয়স মাত্র ১৪। গ্রীস্মের ছুটি কাটাতে আজই বাড়ি যাওয়ার কথা ছিল। গ্রীস্মের ছুটি কাটানোর আগেই বাবার কোলে ছুটি নিয়ে নিল। দুপুরে খাবার আগে হঠাৎ একটু বমি করে। ওর বাবাও ছিল তখন। সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পথেই বাবার কোলে মাথা ঠেকিয়ে চিরতরে বিদায় নিল সে। জি বি তে স্কুলের আধিকারীক, সহকারী প্রধান শিক্ষিকা ও প্রশিক্ষকরা সবাই শেষ শ্রদ্ধা ও ফুলের মালা দিয়ে চিরবিদায় জানিয়েছেন । কিল্লাই তার শেষকৃত্য সম্পন্ন হবে। বলা বাহুল্য, মানুষ মরণশীল, তবে এ ধরনের অকাল প্রয়াণ শোকস্তব্ধ করে তুলে পুরো মহলকে।