মুর্শিদাবাদে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

বেলডাঙা, ২৪ মে (হি. স.) : মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর গ্রামে তিনটি প্লাস্টিকের কন্টেনার ভর্তি দেশি বোমা এবং সকেট বোমা উদ্ধার হয়েছে। বুধবার সকালে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মির্জাপুর পোলিওপাড়া এলাকার কিছু বাসিন্দা যখন কাজে যাচ্ছিলেন সেই সময় তাঁরা স্থানীয় একটি বাঁশ বাগানের মধ্যে তিনটি প্লাস্টিকের কন্টেনারের মধ্যে প্রচুর বোমা দেখতে পান। এরপরই ঘটনাটি বেলডাঙা থানাতে জানানো হলে পুলিশ এসে এলাকা ঘিরে দেয়। মহম্মদ শাহজান শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আজ সকালে গ্রামের কয়েকজন বাচ্চা বাঁশ বাগানে খেলা করছিল। তখন তারা প্লাস্টিকের কন্টেনারগুলো দেখতে পায়। এরপর বাচ্চারা বাড়িতে এসে খবর দিলে গ্রামবাসীরা ওই বাঁশ বাগানে গিয়ে তিনটি বোমা ভর্তি কন্টেনার উদ্ধার করেন।’ গ্রামবাসীদের অনুমান তিনটে প্লাস্টিকের কন্টেনারে কমপক্ষে ৬০ টি বোমা রয়েছে। একসাথে এতগুলো বোমা উদ্ধার হওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বেলডাঙার মির্জাপুরের বাসিন্দারা।