BRAKING NEWS

নাইন বুলটে ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ আগরতলা পুর নিগমের উনিশ নং ওয়ার্ডের নাইন বুলেট ক্লাবের উদ্যোগে শনিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ রাজধানীর আগরতলা শহর এলাকার ক্লাবগুলি এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে৷ এছাড়াও নানা সামাজিক কর্মসূচিতে শামিল হচ্ছে ক্লাবগুলি৷ এরই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের নাইন বুলেট ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে এলাকার লোকজনদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হয়৷ এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এলাকার কপর্োরেটর ভাস্বতি দেববর্মা সহ অন্যান্যরা৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কপর্োরেটর ভাস্বতি দেববর্মা জানান প্রতিমাসে অন্তত চারবার নাইন বুলেট ক্লাবে এ ধরনের স্বাস্থ্য শিবির সংঘটিত করা হয়ে থাকে৷ তবে এই সিজনে মাসে ৬ বার স্বাস্থ্য শিবির করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ শিবিরে এলাকার জনগণকে শামিল হয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র ক্লাব গুলিকে এ ধরনের স্বাস্থ্য শিবির সহ অন্যান্য সেবামূলক কাজে এগিয়ে আসার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *