BRAKING NEWS

ভাষা শহীদ দিবস পালনের প্রস্তুতি করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ১৬ মে (হি.স.) : প্রতিবারের মতো এবারে সীমান্ত শহর করিমগঞ্জে ভাষা শহীদ দিবস পালন করা হবে । বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ জেলা সমিতি সহ বিভিন্ন দল সংঘটনের উদ্যোগে আগামী শুক্রবার ১৯ মে সকাল ৮ টায় স্থানীয় অরবিন্দ সোসাইটির অস্থায়ী শহিদবেদীতে মাল্যদান করা হবে। পরবর্তীতে অনুষ্ঠিত সমবেত সঙ্গীত । সংক্ষিপ্ত বক্তব্য । পরে সন্ধ্যা ৫টায় প্রাসঙ্গিক বক্তব্য, স্মরণ পত্রিকা উন্মোচন, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য গত ১৪ মে ১৯ মে শহিদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে চারটি বিভাগে স্থানীয় শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যামন্দিরে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। আগামী ১৯ মে সন্ধ্যায় আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণ কারীদের হাতে পুরষ্কার ও শংসাপত্র প্রদান করা হবে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *