ধর্মনগরে পালিত বিশ্ব নার্স ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে পালিত হলো ফ্লোরেন্স নাইটেঙ্গেল দিবস  অর্থাৎ নার্স ডে উপলক্ষে রক্তদান শিবির৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলস এর জন্মদিনটি নার্স দিবস হিসেবে পালিত হয়েছে৷ এ উপলক্ষে ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যয় এই দিনটি পালন করা হয়৷ উপলক্ষে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ,বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ অন্যান্যরা৷ এদিন প্রথমেই রক্ত দান করেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ৷ অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষণীয়৷ এদিন নার্সদের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ৷