BRAKING NEWS

আগামীকাল জাতীয় লোক আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  আগামীকাল ১৩মে ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে৷ এই লোক আদালতে মোট ৬৬টি বেে’ ১১,৩৪৬টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬টি মামলা রয়েছে৷ জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২টি, ভোক্তা আদালত সংক্রান্ত ৮টি মামলা, দূরস’ার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই্যাক্ট) ৯৭টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷ ত্রিপুরা উচ্চ আদালতে একটি বে’ বসবে৷ এই বেে’ ৮০টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷ লোক আদালতে সবচেয়ে বেশী ১১টি বে’ বসবে আগরতলা আদালত চত্বরে৷ ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে৷ আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে৷ প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্ত’পক্ষের সদস্য সচিব দাতামোহন জমাতিয়া দ্রত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিস্পত্তির সুুবিধা নিতে অনুরোধ করেছেন৷ ত্রিপুরা আইন সেবা কর্ত’পক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *