নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ গণধর্ষণ কান্ডে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ সংগঠনের সদস্যদের দাবি সম্প্রতি রাম ঠাকুর কলেজের ছাত্রীকে দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে৷ এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে৷ কারণ এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিয়ে কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বলে জানান তারা৷
2023-05-12

