বারিপাদা, ৬ মে (হি.স.): ওডিশার বারিপাদায় একটি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র অনুষ্ঠান চলাকালীন বিদ্যুত বিভ্রাট! রাষ্ট্রপতির অনুষ্ঠান চলাকালীন নিভে গেল গোটা অডিটোরিয়ামের আলো। শ্রীরাম চন্দ্র ভাঞ্জা দেব বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ঠিক যে সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তখনই হয় লোডশেডিং।
গোটা অডিটরিয়াম অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারের মাঝেই নিজের বক্তব্য চালিয়ে যান রাষ্ট্রপতি। টানা ৯ মিনিট ধরে চলে লোডশেডিং। রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কী কারণে এই লোডশেডিং তা জানা যায়নি।

