নয়াদিল্লি, ৩ মে (হি.স.): দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানালেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। স্ত্রীর স্বাস্থ্যের কারণে দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন মনীশ সিসোদিয়া। সিসোদিয়ার আবেদনের প্রেক্ষিতে সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে আদালত।
আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বুধবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দ্বারা তদন্ত করা আবগারি নীতি কেলেঙ্কারিতে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। সিসোদিয়া তাঁর স্ত্রীর স্বাস্থ্যের কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন। এ বিষয়ে সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।