BRAKING NEWS

অমর্ত্য সেনের বাড়ির সামনে বিধায়কদের অবস্থান করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২ মে (হি. স.) : বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিবাদ তীব্র রূপ ধারণ করেছে। উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। এবার তা নিয়েই কড়া কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘উচ্ছেদের হুঁশিয়ারি’র প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন সঙ্গীতশিল্পী কবির সুমন, পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন-র মতো প্রমুখ বিদ্বজ্জনেরা। শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়ির পাশে ৬ মে দিনভর অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়াতে আসতে পারেন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন, অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানের। উল্লেখ্য, নোবেলজয়ীকে আগামী ৬ মের মধ্যে জমি খালি করার জন্য বলেছে বিশ্বভারতী। বলেছে, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। তা আটকাতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এমন অভিনব নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, সেই অবস্থানে যেন দলের নেতা ও কর্মীরাও সামিল হন।বলেন, বাউলদের যুক্ত করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *