গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : অসম রাজ্য ভাষিক সংখ্যালঘু পর্ষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলা সদরে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ভাষিক সংখ্যালঘু পর্ষদের সভাপতি শিলাদিত্য দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা দুটি গ্রুপে আগামী ২৯ এবং ৩০ এপ্রিল রাজ্যের জেলা সদরগুলোয় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের গুয়াহাটিতে আগামী ৮ মে চূড়ান্ত প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। এর জন্য প্রতিযোগীদের যাতায়াত খরচ সরকারের তরফ থেকে দেওয়া হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
জেলা স্তরে অনুষ্ঠেয় প্রতিযোগিতা আয়োজন করার জন্য শিলচরে ভাস্কর দাস, করিমগঞ্জে মধুস্মিতা দাস ভট্টাচার্য, হাইলাকান্দিতে শংকর চৌধুরী এবং হাফলঙে পঙ্কজকুমার দেবকে সংযোজক নিযুক্ত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকরা সংশ্লিষ্ট জেলা সংযোজকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।