শিলচর (অসম), ১৮ এপ্রিল (হি.স.) : মাদক বিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি এবার মাঠে নেমেছেন আমজনতা। দক্ষিণ অসমের কাছাড় জেলার উধারবন্দ থানাধীন দয়াপুর এলাকা থেকে মাদক সহ তিন পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।
ধৃতদের কাছাড় জেলার উজান তারাপুরের বাসিন্দা জনৈক হাসান মিয়াঁ চৌধুরী, বাদ্রিপার চতুর্থ খণ্ডের বসির আহমেদ চৌধুরী এবং জিরিঘাটের দিঘলি গ্ৰামের জনৈক সাহিন আখতার বলে পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ধৃতরা ড্রাগস পাচার করতে প্রায়ই নতুন দয়াপুরে আসা যাওয়া করত। গতকাল সোমবার রাতেও তারা নতুন দয়াপুরে আসে। তখন সন্দেহের বশে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে ২০টি হেরোইন ভর্তি কন্টেইনার উদ্ধার করেন। এর পর তারা খবর দেন উধারবন্দ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা। তিনি ধৃতদের থানায় নিয়ে আসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।