ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।। খোয়াই মহকুমা দলকে নেতৃত্ব দেবে শুভদীপ পাল। ডেপুটি হিসাবে থাকবে অনিকেত মোদক। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। খোযাই মহকুমাকে আসরে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে খোয়াই ছাড়া রয়েছে সদর ‘এ’, তেলিযামুড়া, মোহনপুর, বিশালগড় মহকুমা। উদ্বোধনী দিনে মোহনপুর মহকুমার বিরুদ্ধে খেলবে খোয়াই মহকুমা। নরসিংগড় পঞ্চাযেত মাঠে হবে ম্যাচটি। কোচ পীযুষ দেব আসরে ভালো খেলা নিয়ে আশাবাদী। ঘোষিত দল: শুভদীপ পাল (অধিনায়ক), পাপন আচার্য, শুভজিৎ পাল, অনিকেত মোদক (সহ অধিনায়ক), শুভজিৎ নম: দাস, বিশাল নম: দাস, রাজদীপ ঘোষ, শীতল দেবনাথ, সুজয় ধর, বিশাল সূত্রধর, উদ্ভাস দেব, শুভায়ন দেবনাথ, প্রলয় দেবনাথ, কিষান বিশ্বাস, অনীক দেবনাথ এবং কিষান দাস। কোচ: পীযুষ দেব।
2023-04-07