নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ পারিবারিক সমস্যা ও যৌতুকের জন্য দীর্ঘ ১৮ বছর ধরে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক গৃহবধূ৷ ঘটনা বিশালগড়ের বাইদ্যারদিঘি ধবজনগর এলাকায়৷ জানা যায় এলাকার বাসিন্দা জামাল হোসেন তার স্ত্রী শিল্পী আক্তারের উপর প্রতিনিয়ত নির্যাতন চালায়৷ স্ত্রী শিল্পী আক্তারের বাম হাত ভেঙ্গে দেয় স্বামী জামাল হোসেন৷ সামাজিক রীতি মেনে বাইদ্যারদিঘি ধবজনগর এলাকার জামাল হোসেন সঙ্গে ১৮ বছর পূর্বে বিয়ে হয় শিল্পী আক্তারের৷ বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও দুইটি পুত্র সন্তান রয়েছে৷ সন্তান জন্ম হওয়ার পর শিল্পী আক্তারের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়৷ বৃহস্পতিবার দুপুরে স্ত্রী শিল্পী আক্তারকে মারধর করে এবং বাম হাত ভেঙ্গে দেয় স্বামী জামাল হোসেন৷ পরবর্তী সময় আক্রান্ত শিল্পী আক্তারের বাপের বাড়ির লোকজন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরে বিশালগড় থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আক্রান্ত শিল্পী আক্তার৷ আক্রান্ত স্ত্রী শিল্পী আক্তার সাংবাদিকদের দ্বারস্থ হয়ে স্বামীর কঠোর শাস্তির দাবি জানান৷
2023-04-06

