নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ এবার চোরের দল থাবা বসালো আগরতলা প্রেসক্লাবে৷ চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ জানা যায় গতকাল রাতে প্রেসক্লাবের আলমারির ভেঙ্গে নগদ ২০০০ টাকা সহ অন্যান্য কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ আগরতলা শহরের প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের ঘটনা রীতিমতো উদ্বেগ জনক বলে অভিমত ব্যক্ত করেছে বিভিন্ন মহল৷ এই ঘটনার পর রাজধানীর আগরতলা শহর এলাকায় রাত্রে কালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বুধবার রাতে আগরতলার প্রেস ক্লাবে থাবা বসায় চোরের দল৷ বৃহস্পিবার নজরে আসে বিসয়টি৷ প্রস্তাবের সম্পাদক রমাকান্ত দে জানান
প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে চোরের দল৷ নগদ ২০০০ টাকা সহ কিছু সামগ্রী নিয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের দায়িত্বে থাকা কর্মী এসে দেখেন চুরি হয়েছে ক্লাব ঘরে৷ সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে জানান, ধারণা করা হচ্ছে এদিন আগে থেকেই চোর সিঁড়ির কক্ষে লুকিয়ে ছিল৷ রাতের বেলা গেস্ট রুমের বাইরে দিয়ে লক করে এই ঘটনা সংগঠিত করেছে৷ তবে যে আলমারি গুলির লক ভেঙেছে তার মধ্যে তেমন কোন মূল্যবান সামগ্রী বা নথিপত্র ছিল না৷ কিন্তু কিছু সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে গেছে বলে জানান তিনি৷ আগরতলা প্রেসক্লাব এলাকায় রাতে পুলিশে টহল জোরদার করার দাবি উঠেছে৷ এদিকে পুলিশ ঘটনার তথ্য শুরু করলেও এখনো পর্যন্ত চুরির ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি৷
2023-04-06

