ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে ঃ মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ভেটেরিনারি কলেজে ডিজিট্যাল ক্লাস রুম চালু করা হবে৷ বৃহস্পতিবার ভেটেরিনারি কলেজ পরিদর্শনে গিয়ে একথা জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷প্রাণী সম্পদ, মৎস্য সহ অন্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বিভিন্ন অফিস পরিদর্শনও করছেন মন্ত্রী সুধাংশু দাস৷ বৃহস্পতিবার পরিদর্শন করেন ভেটেরিনারি কলেজ৷ পরিদর্শনের সময় উনার সঙ্গে ছিলেন সচিব, অধিকর্তা সহ অন্যরা৷ কলেজে মন্ত্রী কথা বলেন ফ্যাকাল্টি, পড়ুয়াদের সঙ্গেও৷ আলোচনায় উঠে আসে কলেজের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা৷ এনিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডিজিট্যাল ক্লাসরুম চালুর দাবি উঠেছে৷ আগামী দিনে তা চালুর আস্বাস দেন মন্ত্রী৷ অন্যান্য সমস্যাগুলিও সমাধান করা হবে৷ রাজ্যের কৃষকদের কাছে উপযুক্ত ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্যে , রোগ মুক্ত প্রানির সংখ্যা বাড়ানো যাতে যায় সেজন্য কাজ করা হবে৷পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান, এই কলেজে ভাল ব্যবস্থাপনা আছে৷ আগামী দিনে অনেক কিছু হবে৷