BRAKING NEWS

পন্থের জার্সি ‘সরাতে’ বলল বিসিসিআই

দিল্লি, ৪ এপ্রিল (হি.স.): আইপিএলের ১৬তম আসরে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থের জার্সি ডাগআউটের উপর ঝুলিয়ে রেখেছিল। ক্যাপিটালসের পক্ষ থেকে বার্তা ছিল, ‘সর্বদা পন্থের সঙ্গে আছে।’ যেটি ভালোভাবে নেয়নি বিসিসিআই। কার দুর্ঘটনায় চোটে পড়ে পন্থ অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে।

ম্যাচের পর ভারতের ক্রিকেট বোর্ড দিল্লিকে এমন কাজ করতে ‘নিষেধ’ করেছে। ক্রিকেট বোর্ড বলছে, এধরণের কাজ ‘অতিরঞ্জিত’ এবং একটা পর্যায়ে একে ‘অযাচিত’ মনে করছে বিসিসিআই।
এটি অযাচিত একটি বিষয়। এ ধরনের ইঙ্গিত বা মনোভাব চূড়ান্ত কোন ঘটনা বা অবসরের ক্ষেত্রে দেখান হয়। এক্ষেত্রে তেমন ঘটেনি। ঋষভ ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এটা ভাল মনোভাব নিয়ে করলেও বিসিসিআই শান্তভাবে ফ্র্যাঞ্চাইজিকে বলেছে, ভবিষ্যতে এ ধরনের কাজ এড়িয়ে যেতে।’

দিল্লি ক্যাপিটালস পন্থকে সম্মান জানাবে তাঁর জার্সি নাম্বার লেখা জার্সি পরে মাঠে নেমে এবং এটা হবে দল যখন ভিন্ন রঙের জার্সি পরবে।
উল্লেখ্য, গত বছর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় ঋষভ আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *