অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল গার্লস ক্রিকেটে‌ ভালো খেলার লক্ষ্যে প্রনবানন্দ বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।দলকে নেতৃত্ব দেবে অবিধা বর্ধন। ডেপুটি হিসাবে থাকবে দীপিকা দাস। প্রণবানন্দ স্কুলের। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বুধবার থেকে শুরু হচ্ছে আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে প্রনবানন্দ স্কুল। প্রতিপক্ষ বড়দোয়ালি স্কুল। ড:‌ বি আর আম্বেদকর মাঠে ওই দিন দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, ৯ এপ্রিল দুপুর ১টায় আসাম রাইফেলস, ১১ এপ্রিল দুপুর ১টায় নন্দননগর স্কুল এবং ১৪ এপ্রিল নিজেদের গ্রুপে শেষ ম্যাচে প্রণভানন্দ স্কুল খেলবে বিদ্যাসাগর স্কুলের বিরুদ্ধে। স্কুলের শারীরশিক্ষক রাণু দাসের তত্বাবধানে উমাকান্ত আকাদেমির সামনের মাঠে চলছে দলের অনুশীলন। প্রায় ১০ দিন ধরে। স্কুলের অধ্যক্ষা রত্না মজুমদার অনবরত গোটা দলকে উৎসাহ জুগিয়ে চলছেন। কার কোথায় সমস্যা তার খোজখবর নিচ্ছেন প্রতিনিয়ত। আর তাতেই দলের প্রতিটি মেয়ে উজ্জীবিত হয়ে পড়েছে। মহিলাদের ক্রিকেটে দলের দুই ক্রিকেটার এবারও খেলেছে। কোচ রাণি দাস মনে করেন,”মেয়েরা যথেষ্ট পরিশ্রম করে চলছে। বিশ্বাস করি হতাশ করবে না। কিছু একটা চমক দেবেই”। স্কুলের দল:‌‌ অবিধা বর্ধন (‌অধিনায়িকা), অভিজ্ঞা বর্ধন, আবিরী সাহা, দিপীকা দাস (‌সহঅধিনায়িকা), অন্বেষা চক্রবর্তী, অশ্মিতা রায়, স্নেহা দত্ত, ঋত্বিকা পাটারি,আয়ুশী সাহা, পিয়াসা রায়, প্রজ্জালিকা চক্রবর্তী, সোনাক্ষী নম:‌শুদ্র, শায়ন্তিকা চন্দ, সুপ্রিয়া চক্রবর্তী এবং শ্রেয়শ্রী দাস।‌‌‌