নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ রাজ্যে পর্যটনের বিকাশে এনএসএস স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ তিনি বলেন রাজ্যে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে৷ এন এস এস স্বেচ্ছা সেবকদের এই ক্ষেত্রে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করে তার সৌন্দর্য সর্ব স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শুক্রবার রবীন্দ্রভবনে নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ জি-২০ সামিট আগামী ৩ ও ৪ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হবে৷ তার জন্য সেজে উঠেছে শহর আগরতলা এবং পর্যটন কেন্দ্রগুলি৷ ৬০-র অধিক প্রতিনিধি রাজ্যে আসবেন৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা নিজেকে মেলে ধরার সুযোগ পাবে৷ এন এস এস স্বেচ্ছা সেবকদের এই ক্ষেত্রে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শন করে তার সৌন্দর্য সর্ব স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ শুক্রবার রবীন্দ্রভবনে নর্থ ইষ্ট এন এস এস ফেস্টিবলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি৷ গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছিল এই উৎসব৷ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য থেকে এন এস এস এর স্বেচ্ছা সেবকেরা এই উৎসবে অংশ নেন৷ এদিন মন্ত্রী বিভিন্ন রাজ্য থেকে আগত এন এস এস স্বেচ্ছা সেবকদের সঙ্গে মত বিনিয়ম করেন৷
2023-03-31

