মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি)র প্রবীন নেতা তথা পুনের সাংসদ গিরিশ বাপটের মৃত্যুতে শোক প্রকাশ করে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, তাঁর মৃত্যুতে রাজনীতি একজন তৃণমূলস্তরের ব্যক্তিত্বকে হারিয়েছে।
ফড়নবীস বলেন, গিরিশ বাপট রাজনীতিতে একজন মহান এবং বহুমুখী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন। তিনি সব সময় দলের প্রতি অনুগত থাকলেও দলের বাইরে সব দলের সঙ্গেই তার যোগাযোগ ছিল। তিনি কর্পোরেটর, স্থায়ী কমিটির চেয়ারম্যান, বিধায়ক, মন্ত্রী এবং পরে সাংসদ হন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত বিজেপি-শিবসেনা সরকারের আমলে গিরিশ বাপট সংসদীয় বিষয়ক মন্ত্রী ছিলেন। পুনের অভিভাবক মন্ত্রী হিসাবে, বাপট শহরের সামগ্রিক উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিলেন। মহারাষ্ট্রের রাজনীতিতে সক্রিয় থাকাকালীন তিনি অমরাবতী জেলায় কৃষিকাজও করতেন। তিনি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি গড়ে তোলার অন্যতম নেতা ছিলেন। যে কারণে তিনি মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন।