নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ মহা অষ্টমী তিথিতে দুর্গা বাড়িতে পুর নিগমবাসী রাজ্যবাসী এবং পরিবার পরিজনদের মঙ্গল কামনায় পুজো দিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার৷ আজ মহাষ্টমী৷ রাজধানীর আগরতলা শহরের দুর্গা বাড়িতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে মহাষ্টমীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ এদিন মন্ডপে পুজো দিতে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান প্রতিবছরই তিনি মহাষ্টমী তিথিতে বাসন্তী পূজোয় আসেন দূর্গা বাড়িতে৷ তিনি পুর নিগমবাসী, রাজ্যবাসী এবং পরিবার-পরিজনদের মঙ্গল কামনায় এদিন পূজো দিয়েছেন৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন রাজ্যে বর্তমানে যেভাবে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে তাতে রাজ্যের উন্নয়ন হবে৷
2023-03-29