BRAKING NEWS

মানহানি মামলায় উদ্ধব ঠাকরে-সঞ্জয় রাউতকে সমন দিল্লি হাইকোর্টের

মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : মানহানি মামলায় অস্বস্তিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গোষ্ঠীর সাংসদ রাহুল রমেশ শেওয়ালের দায়ের করা মামলায় উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে ও শিবসেনা মুখপত্র ‘সামনা’র সম্পাদক তথা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউতকে তলব করল দিল্লি হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল তিনজনকে সশরীরের হাজিরার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতীক জালান।

সম্প্রতি শিবসেনার নাম ও প্রতীক একনাথ শিন্দেকে বরাদ্দ করেছিল নির্বাচন কমিশন। আর ওই সিদ্ধান্তের পরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউত দাবি করেছিলেন, ‘নির্বাচন কমিশনকে ২০০০ কোটি টাকা ঘুষ দিয়ে শিবসেনার নাম ও প্রতীক কিনেছে একনাথ শিন্দে গোষ্ঠী।’ ওই মন্তব্যে তাঁদের মানহানি করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংসদ রাহুল রমেশ শেওয়ালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *