বেঙ্গালুরু, ২৯ মার্চ (হি.স.): কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করবে। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কর্ণাটক নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে সরকার গঠন করবে কংগ্রেস। এই কারণেই মোদী সরকারের সমস্ত শীর্ষ মন্ত্রীরা রাজ্য সফর করছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের অন্যান্য সিনিয়র নেতারা রাজ্যে যাবেন।
বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ মে ভোটগ্রহণ হবে কর্ণাটকে ও ১৩ মে ফল ঘোষণা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপি দাবি করেছে, কর্ণাটকে তাঁরা জিতবে। এবার কংগ্রেসও একই দাবি করল। ফল কী হয়, তা জানা যাবে আগামী ১৩ মে।