BRAKING NEWS

জি টোয়েন্টি এর সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷  এবছর ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে জি টোয়েন্টি সম্মেলন৷ বুধবার জি ২০  সম্মেলনের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা৷ আগামী দোসরা এপ্রিল রাজ্যে আসছেন জি  টুয়েন্টি সম্মেলনের প্রতিনিধি দল৷ তেশরা এপ্রিল থেকে শুরু হচ্ছে এই সম্মেলন৷ ত্রিপুরায় প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ বুধবার  সম্মেলনের প্রস্তুতিপূর্বক খতিয়ে দেখতে যান শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা৷  তিনি জানান জি ২০ সম্মেলনে রাজ্যের আটটি জেলা থেকে ৮টি সহ মোট  ৪৬টি স্টল খোলা হবে৷ জি টোয়েন্টি সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়েছে৷৷ এদিন প্রস্তুতিপূর্ব খতিয়ে দেখতে গিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাকেও সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে চান৷ সেই দিশাতেই কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জি টুয়েন্টি সম্মেলন ত্রিপুরাতে আয়োজন করার এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷৷ সম্মেলনকে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা আহ্বান করেছেন৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *