গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের শনাক্ত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) ধারাবাহিক লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের অঙ্গস্বরপ সম্প্রতি একটি ট্রেনে আরপিএফ জওয়ানরা তিন মহিলা বাংলাদেশি / রোহিঙ্গা এবং একজন ভারতীয় এজেন্টকে গ্রেফতার করেছেন।
আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ২০ মার্চ আগরতলা আরপিএফ-এর একটি দল ২০৫০১ নম্বর আগরতলা-আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে এসকর্ট দিচ্ছিল। তল্লাশি চালানোর সময় তারা তিন মহিলা এবং একজন পুরুষ সন্দেহভাজন যাত্রীকে শনাক্ত করেন।
জিজ্ঞাসাবাদের সময় তারা কোনও বৈধ নথি দেখাতে পারেনি। পরে তিন মহিলা যাত্রী স্বীকার করেন, তারা বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প থেকে এসে তাদের সহযাত্রী ভারতীয় পুরুষ এজেন্টটির সাহায্যে ভারতে প্রবেশ করেছিলেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়েছিল এবং একটি ই-টিকিট সহ নিউদিল্লি যাচ্ছিল। পরে ধৃত বাংলাদেশি রোহিঙ্গা ও ভারতীয় এজেন্টকে গ্রেফতার করা হয়। পরবর্তী পদক্ষেপের জন্য বদরপুর রেলওয়ে স্টেশনে জিআরপি থানার ওসির কাছে ধৃতদের তুলে দেওয়া দেওয়া হয়েছে।
বিভিন্ন স্টেশন ও ট্রেনে নিয়োজিত আরপিএফ কর্মীরা খুব সতর্ক এবং অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা ও সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রেখে চলেছেন বলে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।