ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ।।হাত চোট পেলো জুডোকা রিমন দেববর্মা। রিমনের হাত ভাংতেই চিন্তায় পড়ে গেলো রাজ্য জুডো সংস্থার কর্তারা। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ইম্ফলে অনুষ্ঠিত হবে পূর্বোত্তর সাংহাই জুডো প্রতিযোগিতা। আসরে অংশগ্রহণের জন্য ৩৬ সদস্যের ত্রিপুরা দল গঠন করা হয়েছে। ওই দলে ছিলো রিমন। ত্রিপুরা স্পোর্টস স্কুলের নবম শ্রেণীর ছাত্র রিমন সোমবার বিকেলে বাধারঘাটের ইন্ডোর হলের জুডো সেন্টারে অনুশীলন করার সময় চোট পায় হাতে। মধুপুরের বিমল দেববর্মার ছেলেকে তখন জি বি হাসপাতালে নিজ স্কুটি করেই নিয়ে যান ফিজিও অর্পন কর।
2023-03-27