নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রোজেক্ট চিতা। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি বলেছেন, চিতা প্রকল্পটি ইকো-ডেভেলপমেন্ট এবং ইকোট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবিকার সুযোগ বৃদ্ধি করবে। শনিবার নতুন দিল্লিতে প্রোজেক্ট চিতা সংক্রান্ত সংসদের পরামর্শক কমিটির বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
মন্ত্রী ভূপেন্দ্র যাদব চিতাকে ভারতে ফিরিয়ে আনা এবং চিতার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করার জন্য ভারত সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার সকল স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।