BRAKING NEWS

করিমগঞ্জের বাগেরসাংগনে সড়ক দুর্ঘটনা, আহত চার

করিমগঞ্জ (অসম), ২৪ মার্চ (হি.স.) : প্রথম রমজানের দিন করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন চারজন । ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার করিমগঞ্জের বাগেরসাংগন গ্রামে ।

জানা গেছে যে, ইফতারের বাজার সেরে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা মারে সাইকেল আরোহীকে । এতে সাইকেলে থাকা দুইজন এবং মোটর সাইকেলে থাকা দুইজনই আহত হয়েছেন । ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের করিমগঞ্জের সিভিল হাসপাতালে পাঠিয়েছেন ।

স্থানীয় গিরিশগঞ্জ পুলিশ ছুটে এসে জব্দ করেছে এস-১০-ই-২৬৮২ নম্বরের মোটর সাইকেলটি । আহত হয়েছে মাহবুবর রহমান এবং ইয়াহিয়া হুসেন । তারা দুইজন বাগেরসাংগন গ্রামের বাসিন্দা । বাকি দুইজনের পরিচয় জানা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *