নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আদিবাসীদের সমস্যার সাংবিধানিক সমাধানের জন্য ২৭ মার্চের মধ্যে কথোপকথক নিয়োগের আশ্বাস দিয়েছেন৷ জানিয়েছেন তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সকালে তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মনকে ফোন করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ ভোরবেলা ফোনে তাকে স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যে এই মাসের ২৭ তারিখের মধ্যে ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সাংবিধানিক সমাধানের বিষয়ে আলোচনার জন্য একজন কথোপকথকের নাম ঘোষণা করা হবে৷ এ বিষয়ে প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসার অনুভূতি বুঝবেন এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সম্মান করবেন৷ এর আগে ৮ মার্চ প্রদ্যোত বলেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আদিবাসীদের সাংবিধানিক সমাধানের জন্য একজন কথোপকথক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী এবং এনইডিএ-র আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই এসব বিষয় নিয়ে বৈঠক করেছিলেন৷ প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানের প্রক্রিয়া শুরু করেছেন৷
2023-03-23