সোনামুড়ায় সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ সোনামুড়া টাউন হলে বুধবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো  মেগা রক্তদান শিবির৷ সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন৷ উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক , সোনা মুড়া নগর পঞ্চায়েত চেয়ারম্যান, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান, বক্সনগর, নলছড়, কাঠালিয়া, এবং মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির  চেয়ারপারসন গন৷ অনুষ্ঠানের শুরুতে রক্ত দাতাদের সঙ্গে মতবিনিময় করে তাদের রক্তদানের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা৷  রক্তদান শিবিরে মোট ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কিশোর বর্মন বলেন রক্তদানের বিকল্প নেই৷ রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন৷ পাশাপাশি তিনি যারা এদিনের অনুষ্ঠানে রক্ত দান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *