নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত ডিজেল ও পেট্রোলের দাম কমিয়ে দেশের মানুষকে স্বস্তি দেওয়া। এমনই মত কংগ্রেসের।
কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে সরকার তেলের দাম বাড়ায়, কিন্তু তেলের দাম কমলে কেন জনগণকে স্বস্তি দেওয়া হয় না।
কেন্দ্রীয় সরকারকে তিনি প্রশ্ন করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরেও কেন তেলের দাম কমানো হল না? তিনি বলেন, সরকার ছাড়াও কোন বেসরকারি কোম্পানি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে এবং কী দামে বিক্রি করছে।