সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। তিনি বলেছেন, সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন। বিরোধীদের হইহট্টগোলের কারণে মঙ্গলবারও লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম পন্ড হয়েছে। আগামী ২৩ মার্চ বেলা এগারোটা অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। এই অচলাবস্থার জন্য কংগ্রেস-সহ বিরোধীদের দায়ী করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের তরুণ প্রজন্মের কাছে কী বার্তা পৌঁছেছে সে বিষয়ে সদনের সদস্যরা উদ্বিগ্ন। বিরোধীরা আবারও সংসদকে অসম্মান করেছে। শিরোনামে থাকার আর কোনও কারণ নেই তাঁদের।”

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল আরও বলেছেন, বিরোধীরা সরকার ও বিরোধীদের মধ্যে সমস্যা মেটাতে অস্বীকার করেছে। বোঝাই যাচ্ছে সভার কাজ ঠিকভাবে চলুক তা বিরোধীরা চাইছে না, দেশকে তাঁরা বিভ্রান্ত করছেন। আগামী দিনে দেশ এ সবের কড়া জবাব দেবে। পীযূষ গোয়েল আরও বলেছেন, কংগ্রেসের জয়রাম রমেশ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে রাজি হননি বিরোধীদলের নেতা। আমরা এর নিন্দা জানাই। সংসদের জন্য খুবই দুঃখজনক পরিস্থিতি।