আচমকাই আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে; বৃষ্টিতে ভিজল রাজধানী, ফিরল মনোরম আমেজ

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শনিবার সকালে হালকা বৃষ্টিতে ঘুম ভাঙল দিল্লিবাসীর, এদিন ভোর থেকেই দিল্লির সর্বত্র হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে রাজধানীর বাতাস। গুমোটভাব একেবারেই কেটে গিয়েছে। সকাল আটটা নাগাদ দিল্লির বাতাসের গুণগতমান ছিল ২৩১।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবার ভোর থেকে বৃষ্টি হয়েছে ইন্ডিয়া গেট-সহ দিল্লির নানা প্রান্তে। প্রতীক্ষিত এই বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দিল্লিবাসী। ঘর্মাক্ত গরম একেবারে উধাও হয়ে গিয়েছে, কেটে গিয়েছে গুমোটভাব।