শ্রীনগর, ১৮ মার্চ (হি.স.): বিজেপি যদি ভয়ে থাকে তাহলে নির্বাচন হবে না জম্মু ও কাশ্মীরে। আর যদি জনগণের মুখোমুখি হতে প্রস্তুত থাকে তবেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। দীর্ঘ দিন ধরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দাবি জানাচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজনৈতক দলগুলি। নির্বাচনের কমিশনের সঙ্গেও সাক্ষাৎ করেছে।
এই পরিস্থিতিতে শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, বিজেপি যদি ভয়ে থাকে তাহলে নির্বাচন হবে না জম্মু ও কাশ্মীরে। আর যদি জনগণের মুখোমুখি হতে প্রস্তুত থাকে তবেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।