আন্তঃ মেট্রিক্স দাবা প্রতিযোগিতা আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ।। আন্তঃ মেট্রিক্স দাবা প্রতিযোগিতা আজ। সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিসবাড়িতেই হবে আসর। আসরে অংশ নিয়েছে আকাদেমির আগরতলা এবং উদয়পুর শাখার ৩৬ জন দাবাড়ু। খেলা পরিচালনা করবেন প্রবোধ রঞ্জন দত্ত। বিকেল ৩ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ক্রীড়াপর্ষদের যুগ্ম সচিব সরযু চক্রবর্তী,এইচ আর ওয়ারিয়রের কর্ণধার বাপী দেব, বিষ্ময় বালিকা তথা মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার গর্ব আর্শিয়া দাস। দুবিভাগে হবে খেলা। আকাদেমির কোচ কিরীটী দত্ত এখবর জানিয়েছেন।