নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ শনিবার কৃষকদের নিয়ে এগ্রিকালচারাল ও ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস ২০২৩, পালন করা হল৷ নতুন নগর কৃষি বন্ধু কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিধায়ীকা তথা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অন্তরা দেব সরকার সহ এগ্রিকালচার দপ্তরের কর্মকর্তারা৷ কৃষি প্রথম দেশ ভারতবর্ষে কৃষি উৎপাদনে বিশেষ গুরুত্ব আরো করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুধু ধান বা গম উৎপাদন বাড়ালেই চলবে না, দানাশস্য উৎপাদনেও বিশেষ গুরুত্ব দিতে হবে৷ এই চিন্তাধারাকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার কৃষকদের নিয়ে এগ্রিকালচার এবং ফারমার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন নগর কৃষি বন্ধু কেন্দ্রে মিলে উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা পশ্চিম জেলার সভাধিপতি অন্তরা দেব সরকার৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান দানাশস্য সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরী৷ দানাশস্য ঔষধি হিসেবেও ব্যবহার করা হয়৷ সে কারণেই সারাদেশে দানাশস্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে৷ দেশের ও রাজ্যের কৃষকদের এ বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ দানাশস্য উৎপাদন যত বৃদ্ধি পাবে ততই ওষুধের ওপর মানুষকে ততটা নির্ভরশীল হতে হবে না বলেও তিনি উল্লেখ করেন৷ এ প্রসঙ্গে যুক্তি প্রদর্শন করতে গিয়ে তিনি বলেন দানাশস্যের মধ্যেই রয়েছে ঔষধি গুণ৷ সে কারণেই দানাশস্য উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে৷
2023-03-18

