খাদ্য মন্ত্রীকে সংবর্ধনা দিল রেশন ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ শুক্রবার রেশন শপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়৷ সোসাইটির পক্ষ থেকে এক প্রতিনিধিদল খাদ্য দপ্তরের মন্ত্রীর সরকারী বাস ভবনে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা প্রদান করে৷ মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা প্রদানের পর প্রতিনিধিদলের সদস্যদের সাথে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন গন বণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রেশন শপ ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ জনগণ যেন খুশি থাকে সেই দিকে নজর রাখতে হবে৷