নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। বৃহস্পতিবার সংসদের বাইরে আলাপকালে মন্ত্রী জোশী বলেন, রাহুল গান্ধী সংসদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সংসদকে অপমান করেছেন। রাহুল সংসদের চরম অবমাননা করেছেন বলে মন্তব্য করে প্রহ্লাদ জোশী বলেন, রাহুল গান্ধী যেভাবে সংসদকে অপমান করেছেন বিজেপি তার নিন্দা করেছে।
লন্ডনে রাহুল গান্ধীর “ভারতীয় গণতন্ত্র বিপদে রয়েছে” মন্তব্যের প্রেক্ষিতে প্রহ্লাদ জোশী বলেছেন, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। দেশ তাঁর ক্ষমা চাওয়ার দাবি করছে, সাংসদরাও সেই দাবি করছেন। বিদেশে দেশের অবমাননা করেছেন তিনি।