শান্তিরবাজার(ত্রিপুরা), ১৫ মার্চ (হি. স.) : বুধবার সকালবেলা থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শুরু করেছেন সাফাই কর্মীরা। শান্তির বাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাঁরা। অথচ, তাঁরা সময় মতো বেতন পাচ্ছেন না। এই অভিযোগেই আজ থেকে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে বলে জানিয়েছেন।
বর্তমানে জেলা হাসপাতালে ২৫ জন সাফাই কর্মী রয়েছেন। তাঁদের অভিযোগ, কে ডি এস কোম্পানি তাঁদের প্রাপ্য প্রায় আড়াই মাসের মতো বেতন দিচ্ছেনা। সাফাইকর্মীরা জানান, তাঁরা বিগত অনেকবছর যাবৎ জেলা হাসপাতালে কাজ করে যাচ্ছেন। অথচ এখনো সঠিকভাবে জানেননা তাঁদের মাসিক বেতন কত। তাঁদের সাফ কথা, যতদিন পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না, ততদিন পর্যন্ত তাঁরা কর্মবিরতি জারি রাখবেন।