আগামীকাল প্রোটেম স্পিকার, ১৬ মার্চ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ও ১৭ মার্চ তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন

আগরতলা, ১৪ মার্চ (হি. স.) : আগামীকাল প্রোটেম স্পিকার, ১৬ মার্চ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ও ১৭ মার্চ তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন। 

আগামীকাল দুপুর ১২টায় রাজভবনের দরবার হলে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য প্রোটেম স্পিকারের পদে পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করাবেন। ইতিমধ্যে রাজভবন থেকে তাঁকে শপথ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। আজ বিনয় ভূষণ দাস নিজেই একথা জানিয়েছেন। 

সাথে তিনি যোগ করেন, আগামী ১৬ মার্চ ত্রিপুরা বিধানসভার অধিবেশন কক্ষে সকাল ১১টায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। তবে, ওইদিন তিপরা মথার নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন না। তিনি জানান, তিপরা মথার নেতৃবৃন্দ টেলিফোনে জানিয়েছেন ব্যস্ততার কারণে ১৬ মার্চ দলীয় বিধায়কগণ শপথ নিতে পারছেন না। তার বদলে ১৭ মার্চ তাঁরা শপথ নেবেন। ওইদিন বিধানসভার লবিতে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হবে। প্রসঙ্গত, আগামী ২৪ মার্চ থেকে ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে।