নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে মঙ্গলবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক সচেতনতা মূলক বাইসাইকেল যাবলীর আয়োজন করা হয়৷উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে এই সচেতনামূলক বাইসাইকেল যাতলীর সূচনা করেন আরবিআই-র মহাব্যবস্থাপক সতবন্ত সিং সাহোতা৷ উপস্থিত ছিলেন এস.এল.বিসি. – আহ্বায়ক আনন্দ কুমার, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যন্দ্র সিং সহ অন্যান্যরা৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ত্রিপুরার এ জি এম সন্দীপন চ্যাটার্জী জানান সারা দেশে ভোক্তা অধিকার নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে৷ তারই অঙ্গ হিসাবে গ্রাহক সুরক্ষা এবং সচেতনতামূলক কর্মসূচীর অঙ্গ হিসাবে যারলীর আয়োজন৷ মূলত কি ধরনের আর্থিক আচরণ করা উচিৎ এবং কি ধরনের আর্থিক আচরণ করা উচিৎ নয় সেই সম্পর্কে বার্তা দেওয়া হয়৷ একই সঙ্গে দূষণ রোধে বাই সাইকেলের ব্যবহার বাড়ানোর বার্তাও যা লীর মাধ্যমে দেওয়া হয় বলে জানান তিনি৷
2023-03-14

